দফয় দফায় বৃষ্টি। আর তার জেরেই তালতলায় (Taltala) ভেঙে পড়ল পুরনো বাড়ির দেওয়াল। চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের। রবিবার, বেলা বারোটা নাগাদ আঘা মেহদি স্ট্রিটে একটি পুরনো বাড়ির দেওয়াল (Wall) ভেঙে পড়ে। চাপা পড়েন জানে আলম নাম এক পথচারী। তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানেই জানে আলমকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পরে বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে দেয় পুরসভা।













































































































































