ধূপগুড়িতে কর্মিসভা করবেন অভিষেক, কর্মী-সমর্থকদের মধ্য়ে উন্মাদনা তুঙ্গে

0
2

১২ জুলাই ধূপগুড়িতে সভা করবেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কর্মিসভার আগে সভাস্থল নির্বাচনের জন্য শনিবার বিকালে ধূপগুড়িতে যান এসজিডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। এদিন তিনি ধুপগুড়ি পুর ফুটবল ময়দান পরিদর্শন করেন তিনি। প্রাথমিকভাবে এই ফুটবল ময়দানেই আলিপুরদুয়ার (Alipurduyar)ও জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা নিয়ে কর্মিসভা করার কথা অভিষেকের। যদিও সভাস্থল এখনও চূড়ান্ত হয়নি।

সৌরভ চক্রবর্তী জানান, আগামী ১২ তারিখ দুই জেলা নিয়ে ধূপগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হবে। মাঠ ফাইনাল করে প্রশাসনের সঙ্গে কথা বলে ঘোষণা করা হবে কখন সভা হবে। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আসার কথায় উন্মাদনা তুঙ্গে তৃণমূলের কর্মী-সমর্থকদের।