আরব সাগরের তীরে রাজনৈতিক সঙ্কট দিনে দিনে চরম আকার ধারণ করতে শুরু করেছে। মহা বিকাশ আগাড়ি জোট সরকার পতনের সম্ভাবনা যখন বাড়তে শুরু করেছে ঠিক তখনই বিদ্রোহী বিধায়কদের উপর চাপ বাড়াল শিব সেনা(ShivSena)। শনিবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত(Sanjay Raut) স্পষ্টভাবে ঘোষণা করে দিলেন উদ্ধব ঠাকরে(Uddhav Thakre) কোনওভাবেই ইস্তফা দেবেন না। এরইমাঝে আগামী পদক্ষেপ ঠিক করতে আজ জাতীয় কার্যনির্বাহী বৈঠক ডেকেছে শিবসেনা। যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপি(NCP) শীর্ষনেতাদের। পাশাপাশি বিদ্রোহী বিধায়কদের ওপর চাপ বাড়াতে ১৬ জন বিধায়ককে চিঠি পাঠানো হয়েছে বিধানসভার ডেপুটি স্পিকারের তরফে। সোমবারের মধ্যে এই চিঠির উত্তর চাওয়া হয়েছে।
গত সোমবার থেকেই মহারাষ্ট্রে শুরু হয়েছে এই নাটক। বর্তমানে গুয়াহাটির হোটেলে ঘাটি গেড়ে থাকা একনাথ শিন্ডে দাবি করেছেন তাঁর সঙ্গে রয়েছে ৫০ জনের বেশি বিধায়ক। এবং নিজেদের আসল শিবসেনা বলে দাবি করেছে তাঁরা। বিক্ষুব্ধদের নিয়ে গঠিত সংগঠনের নাম দেওয়া হয়েছে ‘শিবসেনা বালাসাহেব’। অন্যদিকে উদ্ধব ঠাকরে ডাক দিয়েছেন ‘নতুন শিব সেনা’ গড়ার। তাঁর কথায়, “বিজেপি বিশ্বাসঘাতকদের নিয়ে যাক। আমরা নতুন শিব সেনা গড়ব।” পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, বিদ্রোহীরা যা ইচ্ছা করতে পারেন। আমি ওঁদের ব্যাপারে নাক গলাব না। নিজেদের মতো করে সিদ্ধান্ত নিন ওঁরা। কিন্তু বালাসাহেব ঠাকরের নাম ব্যবহার করা চলবে না।
অন্যদিকে আগামী পদক্ষেপ ঠিক করতে আজ গুয়াহাটির হোটেলে বৈঠকে বসেছেন শিন্ডে সহ অন্যান্য বিক্ষুব্ধরা। বিদ্রোহী বিধায়ক দীপক কেসারকর বলেছেন, “মহারাষ্ট্রে আমাদের কাছে মাত্র দুটি বিকল্প আছে, হয় এনসিপি বা বিজেপিকে সমর্থন করা।”, তিনি যোগ করেছেন, “একনাথ শিন্ডে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিজেপির সঙ্গে যাবেন কিনা।” পাশাপাশি ১৬ জন বিক্ষুব্ধ বিধায়ককে বিধানসভার ডেপুটি স্পিকারের তরফে যে চিঠি পাঠানো হয়েছে তার প্রেক্ষিতে আগামী পদক্ষেপ নিয়ে হবে সে নিয়েও এদিন আলোচনা করবেন শিন্ডে।