দলবদলে ফের বিরাট চমক দিল এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan)। পল পোগবার ( Poul Pogba) দাদা ফ্লোরেন্তিন পোগবাকে ( Florentin Pogba) সই করাল বাগান ব্রিগেড। দুই বছরের চুক্তিতে সুবজ মেরুনে এলেন ফ্লোরেন্তিন। শনিবার সরকারিভাবে জানাল বাগান কর্তৃপক্ষ। যদিও শুক্রবার রাতে ফ্লোরেন্তিনের আগের ক্লাব সোশো সরকারিভাবে জানিয়ে দেন ফ্লোরেন্তিনের বাগানে যোগ দেওয়ার কথা। । ফ্রান্সের দ্বিতীয় ডিভিশন ক্লাব এফসি সোশো থেকে ট্রান্সফার ফি দিয়ে সই করিয়েছে সবুজ-মেরুণ ব্রিগেড।
F. Pogba is Green Maroon 💚♥️#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon pic.twitter.com/diuxLL9j1N
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 25, 2022

পল পোগবার মত বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা না থাকলেও ইউরোপে দীর্ঘদিন ধরেই সাফল্যের সঙ্গে ফুটবল খেলছেন ফ্লোরেন্তিন। ৩২ বছর বয়সী এই ফুটবলার স্পেনের ক্লাব সেল্টা ভিগোর অ্যাকাডেমির হয়ে নিজের কেরিয়ার শুরু করেন। এরপর সেই ক্লাবের হয়েই সিনিয়র দলে খেলেছেন তিনি। এরপরে ফ্লান্সের ক্লাব সেন্ট এতিয়েনের হয়ে খেলেছেন ফ্লোরেন্তিন। তারপর তুরস্কে চলে যান ফ্লোরেন্তিন। সেখান থেকে আমেরিকায় যান মেজর লিগ সকারে খেলতে।
ফ্রান্সের অনুর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছিলেন ফ্লোরেন্তিন। তবে এখন গিনির সিনিয়র দলে খেলেন তিনি। ২০১৩ সাল থেকেই আফ্রিকার এই দেশের হয়ে খেলতে দেখা গিয়েছে তাঁকে। মাঝে কিছু দিনের জন্য গিনির সিনিয়র দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে ফের ফিরে আসেন দলে।
আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস




















































































































































