লুকোচুরি অনেক হয়েছে। এবার অসম ছেড়ে মহারাষ্ট্রের(Maharastra) পথে শিবসেনা(ShivSena) বিধায়ক একনাথ শিন্ডে(Eknath Shinde)। সূত্রের খবর, ইতিমধ্যেই গুয়াহাটির হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছেন শিন্ডে। রীতিমতো কোণঠাসা উদ্ধব ঠাকরেকে(Uddhav Thakre) চ্যালেঞ্জ ছুড়ে দিতে এবার তাঁর গন্তব্য মুম্বই? নাকি ঘরের ছেলে ঘরে ফিরে আসছেন? সেটাই এখন দেখার। অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে শেষ মুহূর্তে দলের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছেন ঠাকরে।

শুক্রবার সকালে শিন্ডের এক ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে। যেখানে তিনি জানিয়েছেন, “একটি শক্তিশালী জাতীয় দল আমাদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। তারা সুপার পাওয়ার। আমাদের এই পদক্ষেপকে ঐতিহাসিক এবং সাহসী বলেও আখ্যা দিয়েছে। আমাদের যে কোনও সিদ্ধান্তে ওরা সাহায্য করবে।” শিন্ডের বার্তা যে বিজেপির দিকেই ইঙ্গিত করেছেন তা কার্যত স্পষ্ট হয় ভিডিয়ো বার্তার দ্বিতীয় লাইনে। যেখানে একনাথ শিন্ডেকে বলতে শোনা যায়, “ওই সুপার পাওয়ার দল পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে।” শুধু তাই নয়, তাঁদের সমর্থনে ৫২ জন বিধায়ক রয়েছেন বলে দাবি শিন্ডের। এদের মধ্যে ৪০ জন শিবসেনার ও ১২ জন্য অন্য দলের। যদিও গতকালই শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত জানিয়ে দিয়েছেন, “আমরা হার মানব না। এই সরকার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে কখনই পড়ে যাবে না।” তিনি এও বলেন, “প্রয়োজনে আমাদের দলের কর্মীরা রাস্তায় নামবে।”
এদিকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার শুক্রবার বলেন, “আমরা সরকারে আছি। এবং আমাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এবং সেই ক্ষমতাবলেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি। একনাথ শিন্ডে জানিয়েছেন তিনি শিসেনাতেই আছেন। ফলে শিবসেনা+এনসিপি+কংগ্রেস মিলিত ভাবে আমরা সংখ্যাগরিষ্ঠ। আজ সন্ধ্যা ৬.৩০ শিবসেনা নেতৃত্ব ঠাকরের বাসভবন মাতশ্রীতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন। সেখানেই আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। সিদ্ধান্ত যাই হোক আমরা একটি স্থির সরকার প্রতিষ্ঠা করার সমস্তরকম চেষ্টা করব।”



















































































































































