আরও এক বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসবেন মুখ্যমন্ত্রী। এবার, আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) আলিয়া-ই-জামিয়া পদ থেকে রাজ্যপালকে (Governor) সরিয়ে সেখানে মুখ্যমন্ত্রীকে (Chief Minister) বসাতে পদক্ষেপ করা হচ্ছে। সেই বিষয়ে বৃহস্পতিবার বিধানসভায় বিল পাশ হয়। সংখ্যালঘু মাদ্রাসার উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি বিধানসভায় (Assembly) বিলটি পেশ করেন। আচার্য বদলের পাশাপাশি রিডার এবং লেকচারারদের অ্যাসোসিয়েট প্রফেসরের মর্যাদা দেওয়া হয়েছে এই বিলে। বিল নিয়ে আপত্তি জানালেও, ভোটাভুটিতে হার নিশ্চিত ছিল বিজেপির। তাই সে পথে হাঁটেনি গেরুয়া শিবির। ফলে বিল ধ্বনি ভোটেই পাশ হয়ে যায়।

২০ তারিখ মন্ত্রিসভার বৈঠকেও সিদ্ধান্ত হয়, রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আলিয়াতেও আচার্য পদে আনা হবে মুখ্যমন্ত্রীকে। রাজ্যের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকেই আপসারণ করা হচ্ছে রাজ্যপালকে। ইতিমধ্যে এই সংক্রান্ত বিলও পাশ হয়েছে বিধানসভায়।

নিয়ম মেনে বিল পাঠানো হবে রাজ্যপালের কাছে। যদি তিনি স্বাক্ষর না করেন সেক্ষেত্রে বিলটি ফের বিধানসভায় ফেরত আসতে পারে। তারপর তা আরও একবার রাজ্যপালের কাছেই যাবে। তখনও সম্মতি না দিলে অর্ডিন্যান্স জারি করে দিতে পারে রাজ্য।











































































































































