বাগ কমিটির কাছে এসএসসি সংক্রান্ত যাবতীয় রিপোর্ট চাইল আদালত। শুক্রবারের মধ্যে সেই সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সিবিআইয়ের আইনজীবী এদিন আদালতে অভিযোগ জানিয়েছেন, বাগ কমিটি এসএসসি মামলা সংক্রান্ত কিছু নথি দিলেও সব নথি সিবিআইয়ের হাতে তুলে দেয়নি। তার পরেই বাগ কমিটির অন্যতম সদস্য তথা শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর (অ্যাডমিন) পারমিতা রায়কে শুক্রবারের মধ্যে সব রিপোর্ট সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এসএসসি-র গ্রুপ-ডি, গ্রুপ-সি, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মোট ৭টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ। পরে সবকটি মামলাই ডিভিশন বেঞ্চে স্থগিত হয়ে যায়। ডিভিশন বেঞ্চ প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে একটি কমিটি গঠন করে। ওই কমিটি এই নিয়োগ সংক্রান্ত মামলাগুলির অনুসন্ধানের কাজ শুরু করে। বাগ কমিটি স্কুলে গ্ৰুপ-সি এবং গ্ৰুপ-ডি কর্মী নিয়োগ মামলায় রিপোর্ট পেশ করে ডিভিশন বেঞ্চে। তবে সিবিআইয়ের অভিযোগ বাগ কমিটি সব রিপোর্ট জমা দেয়নি এখনো। এতে তাদের তদন্তের কাজে সমস্যা হচ্ছে।











































































































































