এবার নবম-দশম শ্রেণির ভূগোল শিক্ষক নিয়োগ মামলায় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে তলব করল কলকাতা হাই কোর্ট। কারণ আদালতের নির্দেশ সত্ত্বেও এখনও রিপোর্ট জমা পড়েনি। ফলে এবার এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে তলব করল হাই কোর্ট। আগামিকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার মধ্যে তাঁকে কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৬ সালের নবম ও দশম শ্রেণির ভূগোলের শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। জানা গিয়েছে প্রকাশিত মেধাতালিকার ৪ নম্বরে নাম ছিল তন্ময় সিনহা নামে এক যুবকের। তা সত্ত্বেও তিনি চাকরি পাননি। কিন্তু মেধাতালিকার পিছনের দিকে নাম থাকা অনেকেই চাকরি পেয়েছিলেন অভিযোগ উঠেছে। সেই মর্মে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন তন্ময় সিনহা। সেই মামলায় এসএসসির কাছে রিপোর্ট তলব করেছিল হাই কোর্ট। কিন্তু অভিযোগ নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলেও এসএসসির তরফে সেই রিপোর্ট জমা করা হয়নি। তাই চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে আগামিকাল সকাল ১০ টার মধ্যে তলব করল কলকাতা হাই কোর্ট।












































































































































