প্রেম ভেঙেছে , বান্ধবীকে ৭ লাখ  টাকার বিল পাঠাল প্রেমিক

0
11

প্রেম ভেঙে গিয়েছে। মাঝপথে সম্পর্ক ছেড়ে বান্ধবী চলে গিয়েছে। এমন ঘটনা বহু মানুষের জীবনে আকছার হয়ে থাকে। তারপর অনেকেই কী করেন? হতাশ হয়ে নিভৃতে চোখের জল ফেলেন। বা হা হুতাশ করেন ।  কিংবা আবারো পূর্ণ উদ্যমে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু সম্প্রতি চিনের সাংহাইয়ের বাসিন্দা এক ব্যক্তি নিজের ব্রেকআপের পর একটি অভিনব কাণ্ড ঘটিয়েছেন।  তিনি তাঁর প্রাক্তন বান্ধবীকে একটি খরচের হিসেব পাঠিয়েছেন। যে কটা বছর তারা সম্পর্কে ছিলেন সেই বছরগুলির পুঙ্খানুপুঙ্খ খরচের হিসাব। তার মধ্যে যেমন জলের বোতল, ক্যাডবেরি, চিপসের খরচ লেখা আছে।  তেমনি বান্ধবীর শয্যাশায়ী মাকে হাসপাতলে রাখার খরচ এবং তার শেষকৃত্যের খরচও তুলে ধরা হয়েছে এই বিলে। সব মিলিয়ে খরচ প্রায় সাত লাখ টাকা ।  অভিনব এই খরচের তালিকা আপাতত সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল। অনেকেই ভাবছেন এই পথে পা বাড়াবেন ।  যদিও সেই ব্যর্থ প্রেমিক প্রেমিকার কাছ থেকে এভাবে সাত লক্ষ টাকা আদায় করতে পেরেছিলেন কী না তা জানা যায়নি। কারণ তারপর ওই যুবক এনিয়ে সোশ্যাল মিডিয়ায় আর একটি কথাও বলেননি।