অগ্নিপথ এবং অগ্নিবীরদের নিয়ে নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপকে নিষিদ্ধ করে দিল কেন্দ্র সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সকলের মধ্যে ভুল খবর ছড়াচ্ছিল । অগ্নিপথ ও অগ্নিবীরদের নিয়ে মিথ্যা খবর রটিয়ে উস্কানি ও প্ররোচনা দিচ্ছিল। ভুয়ো খবরের মাধ্যমে হিংসা ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই ১০ জনকে গ্রেফতারও করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিজস্ব উদ্যোগে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হচ্ছে । সেই গ্রুপে অগ্নিপথ সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া থাকবে । সেইসঙ্গে চারদিকে ছড়িয়ে পড়া ভুয়ো খবর ও গুজব সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্যও এই হোয়াটসঅ্যাপ নম্বরটি রাখা হয়েছে।
কেন্দ্র সরকারের নতুন প্রকল্প অগ্নিপথ হল ভারতীয় সেনায় চুক্তিভিত্তিক সেনা নিয়োগ করা। আর এই প্রকল্প ঘোষণার পর থেকেই তারবিরোধিতায় প্রতিবাদ চলছে দেশজুড়ে। কারণ খুঁজতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানতে পেরেছে যে বিহার সহ বেশ কিছু রাজ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জমায়েত সংঘটিত করা হচ্ছে। সেই গ্রুপের মাধ্যমেই ছড়িয়ে পড়ছে বিভিন্ন ভুয়ো তথ্য ও খবর। যা দেখে আরও বিভ্রান্ত হচ্ছে যুব সমাজ। তার পরই তদন্ত করে ভুয়ো খবর ছড়ানো চলছে যে গ্রুপগুলো থেকে তা চিহ্নিত করে নিষিদ্ধ করে দেওয়া হল।