ত্রিপুরা উপনির্বাচনের আগে দ্বিতীয় দফার প্রচার এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার প্রথমেই আগরতলায় একটি সাংবাদিক বৈঠক করবেন তিনি। এরপর দলীয় প্রার্থী অর্জুন নমশূদ্রের সমর্থনে জনসভা করতে সুরমার উদ্দেশ্যে রওনা দেবেন অভিষেক।
আরও পড়ুন:আগরতলাবাসীকে দুয়ারে সরকারের পাঠ দিলেন কলকাতার দুই তৃণমূল কাউন্সিলর অয়ন-শচীন
এদিকে রবিবার মধ্যরাতে বিস্তীর্ণ এলাকাজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সুরমার শান্তির বাজারে তৈরি হওয়া অভিষেকের সভামঞ্চ ভাঙচুরের চেষ্টা চালায় একদল দুষ্কৃতী। খবর পেয়ে সেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা ছুটে গেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। আরও বেশ কয়েকজন অচেনা লোককে অভিষেকের মঞ্চের আশেপাশে সন্দেহজনকভাবে ঘুরতে দেখা যায়। তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁদের পরিচয় জানতে চাইলে, এতরাতে কেন এখানে ঘোরাঘুরি করছে জানতে চাইলে কোনও উত্তর দিতে পারেনি।
অন্যদিকে, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সুরমা তৃণমূল নেতৃত্ব। শান্তির বাজার এলাকায় কর্তব্যরত পুলিশ কর্মীরা সেভাবে দায়িত্ব পালন করেনি বলেই তৃণমূলের তরফে অভিযোগ। সালেমা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে রাতে আরও বেশি পুলিশ দেওয়ার কথা বলে হলেও, তাঁরা সময় মতো আসেনি। অবশেষে সুরমার প্রার্থী অর্জুন নমশূদ্র এবং তৃণমূল কর্মী-সমর্থকরা সারারাত পালা করে করে অভিষেকের মঞ্চ পাহারা দেন।
আরও পড়ুন:শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে মানা পুলিশের