কিছুতেই আর নিয়ন্ত্রণে আসছে না করোনা (Corona)। একলাফে প্রায় অনেকটাই বেড়ে গেছে করোনা সংক্রমণ। যদিও শনিবারের পর আজ রবিবার (Sunday)আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও, উদ্বেগ কাটছে না বিশেষজ্ঞদের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona)আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৯৯ জন।
করোনা নিয়ে চিন্তা মুক্তি ঘটছে না কিছুতেই। হু হু করে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে সক্রিয় রোগীর সংখ্যা। রবিবার আক্রান্তের সংখ্যাটা সামান্য কমলেও অ্যাকটিভ কেস একধাপে অনেকটাই বেড়েছে। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য বলছে একদিনে ১২ হাজার ৮৯৯ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। যদিও গতকাল অর্থাৎ শনিবার সংখ্যাটা ছিল ১৩ হাজারের বেশি। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে প্রায় ২.৫ % হয়ে দাঁড়িয়েছে। সবথেকে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মহারাষ্ট্র এবং কেরল। সেই তালিকায় রয়েছে রাজধানী দিল্লির নামও। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা ৭২ হাজার ৪৭৪। সুস্থতার হার আগের দিনের থেকে কমে দাঁড়াল ৯৮.৬২ শতাংশ। এই অবস্থায় করোনা মোকাবিলায় চিকিৎসকদের হাতে নতুন অস্ত্র আসতে চলেছে বলে সূত্রের খবর।। ভারত বায়োটেকের তরফ থেকে দাবি করা হয়েছে যে তাদের তৈরি করোনার প্রথম ন্যাজাল ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ হয়েছে । এখন শুধু ছাড়পত্র পাওয়ার অপেক্ষা।