জোর কদমে কাজ চলছে মেট্রোর। কবে মেট্রো রেলের চাকা গড়াবে সেই বিষয়ে এখনো নিশ্চিত কোন দিনক্ষণের কথা উঠে না এলেও উদগ্রীব হয়ে আছেন বহু সাধারণ মানুষ। তবে উদ্বোধনের দিনক্ষণ প্রকাশ্যে না এলেও তার আগেই বদলে গেল স্টেশনের নাম। আগামী তিন বছরের জন্য সাক্ষর হল চুক্তি। এবার থেকে শিয়ালদহ মেট্রো স্টেশনের নাম হবে DTDC শিয়ালদহ মেট্রো।
আরও পড়ুন- তৃণমূল যোগে ত্রিপুরায় শিশু সহ ৪ জনকে কোপাল বিজেপি, ভিডিওসহ সরব কুণাল
নিয়ম অনুসারে স্টেশন চত্বর ব্যবহার করতে পারবে ওই সংস্থা। স্টেশনের প্রতি দরজায় থাকবে সংস্থার লোগো এবং নাম। স্টেশন চত্বরে ১৫০০ বর্গফুট এলাকা ওই সংস্থা নিজেদের বিপণনের জন্য ব্যবহার করতে করবে এবার থেকে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যাঙ্ক, বিমা সংস্থা, হেলথ কেয়ার সংস্থাকে নামের স্বত্বাধিকার দিতে চায় রেল। এই বিষয়ে প্রকাশ করা হয়েছিল টেন্ডার।শিয়ালদহ মেট্রো স্টেশনের নামের আগে বসবে ওই করপোরেট সংস্থার নাম। থাকবে তাদের কিয়স্ক।
এছাড়াও নামের স্বত্বাধিকার দেওয়া হবে এসপ্ল্যানেড, সেন্ট্রাল পার্ক,দমদম, নোয়াপাড়া ও সল্টলেক স্টেডিয়ামকে। উদ্বোধনের আগেই শিয়ালদহ মেট্রো স্টেশনের ব্র্যান্ডিংয়ের অধিকার বেসরকারি সংস্থাকে দেওয়ার জন্য টেন্ডার ডেকেছিল মেট্রো রেল।
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, উদ্বোধনের বিষয়ে দিনক্ষণ দেখা হচ্ছে। স্টেশন প্রস্তুত হয়েই আছে।












































































































































