সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনা। গরু বোঝাই গাড়িতে ডাম্পারের ধাক্কায় মৃত ৪। গুরুতর জখম হয়েছেন ৩ জন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরের রায়বাঘিনী মোড়ে ।ঘটনায় উত্তেজনা ছড়াত গোটা এলাকায়। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।



আরও পড়ুন:পদ্মা সেতুর উদ্বোধন : সশস্ত্র বাহিনীসহ সব বাহিনীকে সজাগ থাকার নির্দেশ হাসিনার
পুলিশ সূত্রের খবর, বুধবার সকালে বিষ্ণুপুরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল গরু ভর্তি একটি গাড়ি। যাওয়ার পথে কোতুলপুর থানার রায়বাঘিনী মোড়ে ওই গাড়ির একটি চাকা আচমকা ফেটে যায়। এরপর সেই গাড়িটিকে রাস্তার পাশে রেখে চাকা পাল্টানোর কাজ চলছিল। এমন সময় উল্টোদিক থেকে আসা একটি ডাম্পার সজোরে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মারা যান ৪ জন।
ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারা।







 
 
 
 
 
 
 
 































































































































