বিশেষ প্রতিনিধি,ঢাকা : আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বিরোধিতাকারীরা যেন ধ্বংসাত্বক কর্মকাণ্ড চালাতে না পারে সে জন্য সশস্ত্র বাহিনীসহ সব বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে কার্যালয়ের (পিএমও) শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই সতর্কবার্তা দেন।
প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণের মতো বড় একটা চ্যালেঞ্জ নিয়ে পুরোপুরি নিজেদের অর্থে সব কাজ আমরা শেষ করেছি। কিন্তুু যারা সেতু নির্মাণের বিরোধিতা করেছিল তাদের একটা উদ্দেশ রয়েছে। যার কিছু কিছু তথ্যও আমরা পেয়েছি। আমরা জানতে পেরেছি, এমন কিছু ঘটানো হবে যাতে ২৫ জুন আমরা উদ্বোধনী অনুষ্ঠান করতে না পারি।বিরোধিতাকারীরা কী করবে তা কিন্তু আমরা জানি না।
আরও পড়ুনঃ প্রাথমিক টেট দুর্নীতিতে সরাসরি জড়িত CPIM! চাকরি গেল প্রাক্তন বাম কাউন্সিলরের মেয়ের
অনুষ্ঠানে উপস্থিত তিন বাহিনী প্রধান, পুলিশ, র্যাব, বিজিবি এবং আনসার ও ভিডিপি’র প্রধানদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে। সব বিষয়ই একটু রহস্যজনক। এ জন্য সবাইকে বলব- একটু সতর্ক থাকতে হবে এবং আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনার দিকেও সবাইকে নজর দিতে হবে। সেগুলোর নিরাপত্তা দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ভুয়ো দুর্নীতির অভিযোগ তুলে এ দেশের ব্যক্তি বিশেষের প্ররোচনায় বিশ্ব ব্যাঙ্ক পদ্মা সেতু নির্মাণে অর্থ দেওয়া বন্ধ করে দিলে তাঁর সরকার ঘোষণা করেছিল নিজেদের অর্থায়নে করবে, না হলে করবে না। এরপর সরকার নিজেদের অর্থে সেতু নির্মাণ করেছে।












































































































































