মহাত্মা গান্ধীর প্রপৌত্র গোপালকৃষ্ণকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করার প্রস্তাব বামেদের

0
2

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে(presidential election) বিরোধীদের তরফে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে জল্পনা বেড়েছে। সম্প্রতি তালিকায় শরদ পাওয়ারের(Sharad Pawar) নাম উঠলেও জানা গিয়েছে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি নন। এই পরিস্থিতিতে বামেদের(Left party তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মহাত্মা গান্ধীর প্রপৌত্র গোপালকৃষ্ণ গান্ধীর(Gopal Krishna Gandhi) নাম প্রস্তাব করা হলো। সূত্রের খবর, মঙ্গলবার শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন বাম নেতৃত্বরা। সেখানেই পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করা হয়। শরদ পাওয়ার এই প্রস্তাবের কোনরকম বিরোধিতা করেননি। ফলে বুধবার মমতার ডাকা বৈঠকে এই নাম প্রস্তাব করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে উপরাষ্ট্রপতি পদের জন্য বিরোধী দলের তরফে প্রার্থী হয়েছিলেন গোপালকৃষ্ণ গান্ধী। যদিও বেঙ্কাইয়া নাইডুর কাছে হেরে যান তিনি। এবার বিরোধীদের তরফে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে তাঁকেই হয়তো বেছে নেওয়া হবে। বিরোধীদের তরফে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে এবং বিরোধী দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা জন্য তাঁকে অনুরোধ জানানো হয়েছে। তিনিও বিষয়টি ভেবে দেখার জন্য বুধবার পর্যন্ত সময় চেয়েছেন গোপালকৃষ্ণ গান্ধী। বলে রাখা ভাল ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন গোপালকৃষ্ণ গান্ধী।