আরও একটি মামলার তদন্তের দায়িত্ব পেলেন আইপিএস দময়ন্তী সেন (IPS Damayanti Sen)। শিল্পপতি কুশল আগরওয়ালের স্ত্রী রসিকা জৈন আগরওয়ালের (Rasika Jain Agarwal) মৃত্যু নিয়ে আগেই রহস্য দানা বেঁধেছিল। ২০২১ সালে ঘটে যাওয়া এই রহস্য মৃত্যুর কিনারা করে উঠতে পারেনি পুলিশ। এবার সেই কেসের তদন্তভার আইপিএস দময়ন্তী সেনের উপর। বিচারপতি শম্পা সরকার (Sampa Sarkar) এই নির্দেশ দিয়েছেন। রসিকা জৈনের অস্বাভাবিক মৃত্যু সংক্রান্ত মামলায় বিশেষ টিম গঠন করে তদন্ত করবেন আইপিএস দময়ন্তী সেন। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা সরকার।
উল্লেখ্য ২০২১-এর ১৬ ফেব্রুয়ারি বিয়ের এক বছরের মাথায় মৃত্যু হয় রসিকা জৈন-এর। শ্বশুরবাড়ির টেরেসের নিচে পাওয়া যায় তাঁর দেহ। তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন মৃতার মা বাবা। তাঁর ভিত্তিতেই কুশল আগরওয়াল ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, বধূ নির্যাতন ও ষড়যন্ত্রের মামলা দায়ের হয়েছে। এবার সেই মামলার তদন্ত করতে চলেছেন দময়ন্তী সেন।