নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে পদত্যাগ বিজেপি কাউন্সিলরের

0
2

নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এ বার পদত্যাগ করলেন বিজেপি কাউন্সিলর। রাজস্থানের কোটা পুরসভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর তিনি।

নূপুরের মন্তব্যে দেশ-বিদেশের বিভিন্ন মহলে সমালোচিত মোদী বাহিনী। এই প্রেক্ষাপটে দলের অন্দরেই যে ভাবে প্রতিবাদ শোনা গেল, তা উল্লেখযোগ্য বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।

পদত্যাগ করেছেন রাজস্থানের কোটা পুরসভার ১৪ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তবসসুম মির্জা। সোমবার দলের রাজ্য সভাপতি সতীশ পুনিয়া ও কোটা জেলা বিজেপি সভাপতি কৃষাণকুমার সোনিকে পদত্যাগপত্র পাঠান তিনি। ইস্তফার কারণ হিসেবে নূপুর-মন্তব্যের কথা উল্লেখ করেছেন ওই কাউন্সিলর।