বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিলের উপর ভোটাভুটিতে ভুল, তদন্তের নির্দেশ স্পিকারের

0
2

সোমবার, বিধানসভায় বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিলের উপর ভোটাভুটিতে ভুল হওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। মঙ্গলবার, অধিবেশনের শুরুতেই স্পিকার (Speaker) এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এধরণের ভুলের পুনরাবৃত্তি না হয় তা দেখা হবে।

সোমবার, বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল পাশ করানোর জন্য বিজেপির (BJP) দাবিতে বিধানসভায় ভোটাভুটি হয়। সেখানে বিরোধীদের পক্ষ থেকে ৪০টি ও সরকার পক্ষের সদস্যদের তরফে ১৮২টি ভোট পড়ে বলে জানানো হয়। কিন্তু এই সংখ্যা নিয়ে হিসেবে গরমিলের অভিযোগ তোলে বিজেপি। সে সময়ই অধ্যক্ষ জানিয়েছিলেন, বিষয়টি খতিয়ে দেখবেন। এরপরই অধিবেশন চলাকালীন ভুল স্বীকার করে নেন। আদতে ওই বিলের পক্ষে ও বিপক্ষে যথাক্রমে, ১৬৭ ও ৫৫টি ভোট পড়েছে। বিধানসভার মধ্যে এই ভোটাভুটিতে কীভাবে এমন ভুল হওয়া সম্ভব তাই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে পুরো বিষয়টিই তদন্ত করে দেখা হবে বলে মঙ্গলবার অধিবেশনে জানান অধ্যক্ষ। বলেন, “আমি আবারও বলছি বিধানসভার এক কর্মীর এক নম্বর ব্লকের ভোট গুনতে ভুল করেন। অনিচ্ছাকৃত এই ভুল এর বিষয়ে আমি ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছি।”