যাবতীয় জল্পনার অবসান। রেকর্ড অর্থের বিনিময়ে বিক্রি হয়ে গেল আইপিএলের আগামী পাঁচ বছরের মিডিয়া স্বত্ব। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএলের টেলিভিশন স্বত্ব ২৩ হাজার ৫৭৫ কোটি টাকার বিনিময়ে কিনে নিল ডিজনি স্টার। প্রতিদ্বন্দ্বী চ্যালেকগুলিকে টেক্কা দিল ডিজনি স্টার।

অন্যদিকে, ২০ হাজার ৫০০ কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে আইপিএলের ডিজিটাল স্বত্ব। যা ছিনিয়ে নিয়েছে ভিয়াকম। সব মিলিয়ে আইপিএলের মোট সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে রেকর্ড অর্থ ৪৪,০৭৫ কোটি টাকার বিনিময়ে। টেলিভিশনে ম্যাচপিছু মূল্য দাঁড়াচ্ছে ৫৭.৫ কোটি টাকা। ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচপিছু মূল্য ৪৮ কোটি টাকা। অর্থাৎ সব মিলিয়ে আইপিএলের ম্যাচপিছু সম্প্রচারের খরচ দাঁড়াচ্ছে ১০৫ কোটি টাকা করে। যা বিশ্বের খেলাধুলোর পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম স্থানে রয়েছে আমেরিকার রাগবি লিগ এনএফএল।
আরও পড়ুন:Indian Football: মঙ্গলবার সুনীলদের সামনে হংকং, প্রথম একাদশ বাঁছতে মাথাব্যথা স্টিমাচের



















































































































































