মঙ্গলবার এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী ম্যাচে নামছে ভারতীয় দল (India Team)। প্রতিপক্ষ হংকং (Hong Kong)। কম্বোডিয়া, আফগানিস্তানকে হারিয়ে বেশ ভালো জায়গায় টিম ইন্ডিয়া। পরের পর্বে ইতিমধ্যে রাস্তা পাঁকা করে ফেলেছে সুনীল ছেত্রী, প্রীতম কোটালরা। ভারতের পরিস্থিতি এমন যে শেষ ম্যাচ না জিতলেও, সেরা পাঁচ দ্বিতীয় দলগুলির মধ্যে থেকে এএফসি এশিয়ান কাপে খেলার ছাড়পত্র পেয়ে যাবে ব্লু টাইগার্সরা। তাই হংকংয়ের বিরুদ্ধে দল নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করতে চাইছেন ভারতীয় কোচ ইগর স্টিমাচ।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে স্টিমাচ বলেন,” আমরা অনুশীলন করব এবং তারপরেই সিদ্ধান্ত নেব, কাকে হংকংয়ের বিরুদ্ধে খেলাব এবং কাকে বিশ্রাম দেব। তবে কাকে দলে নেব এবং কাকেই বা বাদ দেব? এটাই আমার মাথাব্যথার প্রধান কারণ এবং সত্যি বলতে এটা বেশ উপভোগ্যও। এই ধরনের মাথাব্যথা আমি সত্যি বলতে খুবই পছন্দ করি।”
যেহেতু পরবর্তী পর্বে যাওয়ার জন্য এই ম্যাচ জয় বাধ্যতামূলক নয়, তাই ম্যাচের আগে যে চাপটা একটু কম সেকথা স্বীকার করে নিলেন স্টিমাচ। স্টিমাচ বলেন, “নিঃসন্দেহে এই ম্যাচে আমাদের ওপর চারটা কম। তবে ম্যাচ জেতার উদ্যম এবং খিদেয় কোনও ঘাটতি পড়েনি। আফগানিস্তানের বিরুদ্ধে আমরা যেমন খেলেছি, এই ম্যাচেও মাঠে নেমে ঠিক সেইভাবেই আমাদের শুরু থেকে খেলতে হবে। হংকং যা করেছে তাকে আমাদের সম্মান জানাতে হবে এবং কম্বোডিয়ার বিরুদ্ধে আমাদের থেকে বেশি গোল করার জন্য ওদের বাহবাও প্রাপ্য।”



















































































































































