আর মাত্র তিন-চারদিনের অপেক্ষা। সবকিছু ঠিকঠাক থাকলে আগমী ১৪ থেকে ১৬ জুনের মধ্যে বর্ষা আসতে পারে দক্ষিণবঙ্গে। অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বর্ষা ঢুকবে । এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় বর্ষা ঢোকার নির্ধারিত সময় মোটামুটি ১১ জুন। কিন্তু এ বছর উত্তরবঙ্গে মৌসুমী বায়ু নির্ধারিত দিনের চার দিন আগে পৌঁছলেও দক্ষিণবঙ্গে একটু দেরি করেই ঢুকছে বর্ষার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। মনে করা হচ্ছে বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গজুড়ে।

তবে আজ রবিবার বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসতে পারে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায়। কিন্তু এই বৃষ্টি সাময়িক। বর্ষার বৃষ্টি কিন্তু নয়। কিছুক্ষণের জন্য গুমোটভাব থেকে স্বস্তি মিললেও গরম থেকে পুরোপুরি রেহাই পাচ্ছেন না শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা ছাড়াও বৃষ্টি হ হওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে।
তবে উত্তরবঙ্গে যেহেতু বর্যা এসে গিয়েছে তাই উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে। বাকি জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। আগামী মঙ্গল বুধবার নাগাদ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। সিকিম ও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গল ও বুধবার থেকে।









































































































































