পানিহাটির দই-চিঁড়ে মেলায় গরমে মৃত ৩, অসুস্থ আরো ৫০ পুণ্যার্থী

0
10

পানিহাটির নিমাই মন্দিরের দই -চিঁড়ে মেলায় গরমে এবং ভিড়ের চাপে এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অসুস্থ আরো প্রায় ৫০ জন।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাায় গভীর শোক প্রকাশ করেছেন।

বহু বছরের পুরনো মেলা এটি।  কথিত আছে পানিহাটির এই নিমাই মন্দিরে এই দিনে এবং এই তিথিতে  বিশেষ পুজো ও প্রার্থনা হয়। এই দিনে নিমাই গঙ্গার ঘাটে বসে বিশ্রাম নিয়েছিলেন। দই চিঁড়ে খেয়েছিলেন। এই উৎসবের নাম দণ্ড মহোৎসব। সেই থেকে এই উৎসবে আগত পুণ্যার্থীরা দই -চিঁড়ে  খেতে আসেন এখানে। গত দু বছর করোনার কারণে মেলা ছোট করে হয়েছিল। কিন্তু এবার ভিড় উপচে পড়ে। প্রচন্ড গরমে আর ভিড়ে পুণ্যার্থীরা অসুস্থ হয়ে পড়েন। ইতিমধ্যােই তিনজনের মৃত্যু  হয়েছে বলে খবর। আরো ৫০ জন অসুস্থ। তারা সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। কর্তৃপক্ষ ইতিমধ্যেই মেলা বন্ধ করে দিয়েছে।