ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ( England-New Zealand) দ্বিতীয় টেস্ট ম্যাচ বেশ তাড়িতাড়িয়ে উপভোগ করছিলেন এক মহিলা ক্রিকেট ভক্ত। কিন্তু হঠাৎই ঘটে বিপত্তি। ডারিল মিচেল একটি সজোরে ছক্কা হাঁকান। আর সেই বলটি এসে পড়ে সেই মহিলা ভক্তের পানীয়ের গ্লাসে। আর সেই ছবি ভাইরাল নিমিষে।

ঘটনাটি ঘটে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৫৬তম ওভারে। বল করছিলেন ইংল্যান্ডের বাঁহাতি বোলার জ্যাক লিচ। ব্যাট করছিলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। উইকেটে তখন জমে গিয়েছেন মিচেল। হয়ে গিয়েগিল শতরানও। ব্যাট-বলের সংযোগ হচ্ছিল ভাল। খানিকটা আগ্রাসী মেজাজেই ব্যাট করছিলেন তিনি। লিচের একটি বল স্টেপ আউট করে গ্যালারিতে পাঠিয়ে দেন মিচেল। বল উড়ে গিয়ে পড়ে সোজা সেই মহিলা হাতে ধরা পানীয়র গ্লাসের মধ্যে।
https://twitter.com/IanMcDougall1/status/1535282008410275841?t=Gzv7g3cesOKZIeaBl34z1w&s=19
অপ্রত্যাশিত এমন ঘটনায় হকচকিয়ে যায় সেই মহিলা। সেটি তাঁর চোখমুখ থেকেই পরিষ্কার। আর এই ঘটনার ভিডিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। যা রীতিমতো ভাইরাল। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে ‘নিউ ড্রিঙ্ক প্লিজ’।
আরও পড়ুন:India Team: পন্থদের অনুশীলন দেখতে মাঠে ভিড় সমর্থকদের, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের



















































































































































