ত্রিপুরায় উপনির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করতে যাচ্ছেন তৃণমূল (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ১৪ জুন সকালে ত্রিপুরা যাচ্ছেন তিনি। ৬-আগরতলা ও ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নেবেন বলে শনিবার সাংবাদিক বৈঠকে জানান, ত্রিপুরার (Tripura) দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। পথসভা করার কথা আছে তাঁর।

বিস্তারিত কর্মসূচি জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনভর প্রচার করবেন। তৃণমূল সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকও করতে পারেন। এর পাশাপাশি রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, উপনির্বাচনে তৃণমূল তারকা প্রচারকের সূচি রবিবার প্রকাশ করা হবে। আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরসূচি চূড়ান্ত হয়েছে। সেই অনুযায়ী প্রশাসনের কাছে অনুমতিও চাওয়া হয়েছে বলে খবর।

এর আগে ত্রিপুরা নির্বাচনের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে যাওয়ার আগে বিভিন্ন ভাবে তাঁকে আটকানোর চেষ্টা করেছিল ত্রিপুরার বিজেপি সরকার। তখন মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব দেব। এখন মানিক সাহা। এবার তিনি আবার কোনও ষড়যন্ত্র করেন কি না সেটাই দেখার।
আরও পড়ুন- কেন এখনও গ্রেফতার নন নূপুর-নবীন! প্রশ্ন তুলে কড়া আক্রমণ সুখেন্দুশেখরের









































































































































