Manoj Tiwary: রঞ্জিট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে শতরান মনোজের

0
2

অনেকেরই সন্দেহ ছিল, আগের সেই ছন্দ দেখাতে পারবেন কিনা না মনোজ তিওয়ারি। রাজনীতিতে যোগদান, মন্ত্রীত্বের চাপ – এসবের মাঝে খেলায় মনোযোগ দেওয়াটা খুবই কঠিন যে কোনও ক্রিকেটারের জন্য। তবে বাংলার জার্সিতে যেন সর্বদাই নিজের সেরাটা দিয়ে থাকেন মনোজ। চলতি রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ঝাড়খন্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭৩ রানের পর দ্বিতীয় ইনিংসে অনবদ্য শতরান হাঁকেন মনোজ।আর এর সুবাদে নিজের প্রথম শ্রেণীর কেরিয়ারে ২৮তম, আর রঞ্জি ট্রফিতে ২৩তম শতরান করলেন মনোজ।

ঝাড়খণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মনোজ ১৫২ বলে শতরান করেন। শতরান করতেই বাংলার সাজঘরের দিকে দু’হাত দিয়ে হৃদয়ের চিহ্ন তৈরি করে দেখান মনোজ। তাঁর ইনিংস সাজানো ছিল দু’টি ছক্কা এবং ১৯টি চার দিয়ে।

 

বাংলার ব‍্যাটারদের দাপটে রঞ্জিট্রফির সেমিফাইনালে পৌঁছে বাংলা। কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে পৌঁছে গেল অভিমুন‍্য ঈশ্বরনের দল।

আরও পড়ুন:Bengal Cricket: রঞ্জিট্রফির সেমিফাইনালে বাংলা