রঞ্জিট্রফির ( Ranji Trophy) সেমিফাইনালে পৌঁছে বাংলা (Bengal)। কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের (Jharkhand) বিরুদ্ধে ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে পৌঁছে গেল অভিমুন্য ঈশ্বরনের দল। দ্বিতীয় ইনিংসে শতরান মনোজ তিওয়ারির। ম্যাচের সেরা সুদীপ ঘরামি। ১৪ জুন সেমিফাইনালে বাংলার মুখোমুখি মধ্যপ্রদেশ। অন্য সেমিফাইনালে মুম্বইয়ের মুখোমুখি উত্তরপ্রদেশ।

ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭৭৩ রান তোলে বাংলা। বাংলার হয়ে সুদীপ ঘরামি করেন ১৮৬ রান। ১১৭ রান করেন অনুষ্টুপ মজুমদার। বাংলার ন’ব্যাটার পঞ্চাশের উপর রান করে ভেঙে দেন ১২৯ বছরের পুরনো রেকর্ড । প্রথম ইনিংসে ৭৭৩ রান করে ডিক্লেয়ার দেয় বাংলা। ঝাড়খণ্ড ব্যাট করতে নেমে শেষ হয়ে যায় মাত্র ২৯৮ রানে। ঝাড়খণ্ডকে ফলো-অন না করিয়ে ফের ব্যাট করতে নামে বাংলা। দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে শতরান করেন মনোজ তিওয়ারি। ১৩৬ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩১৮ রান করে বাংলা। ঝাড়খণ্ডের হয়ে পাঁচটি উইকেট নেন শাহবাজ নাদিম। দুটি উইকেট নেন অনুকুল রায়। পঞ্চম দিনে বাংলা ডিক্লেয়ার দেওয়ার পর দুই দলের সম্মতিতে ওই অবস্থাতেই ম্যাচ ড্র ঘোষণা করেন আম্পায়াররা।
আরও পড়ুন:Tiri: সফল তিরির অস্ত্রোপচার, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেকথা




















































































































































