জল্পনাই সত্যি হল। দীর্ঘ ১২ বছরের সম্পর্কের ইতি টানলেন স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকে (Gerard Pique) এবং কলম্বিয়ার পপ গায়িকা শাকিরা (Shakira)। ২০১০ সাল থেকে সম্পর্কে ছিলেন এই ফুটবলার এবং গায়িকা। তাঁদের দুটি সন্তান আছে। কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, দু’জনের সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে। আর এদিন একসঙ্গে বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন, তাঁদের মধ্যে এখন আর কোনও সম্পর্ক নেই।

এদিন এক বিবৃতিতে দুই তারকা জানিয়েছেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা আলাদা হয়ে যাচ্ছি, এই মুহুর্তে সন্তানরাই আমাদের প্রাধান্য। আমাদের ব্যক্তিগত সময়কে সম্মান জানানো হোক।”

২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সময় আলাপ হয় পিকে-শাকিরার। সেই আলাপ ধীরে ধীরে পরিণত হয় প্রেমে এবং অবশেষে এক সঙ্গে ঘর করা। বিয়ে না করলেও বহু দিন ধরে একসঙ্গে ছিলেন শাকিরা এবং পিকে। তাঁদের দুই সন্তান রয়েছে।
জানা যাচ্ছে যে, পিকের অন্য মহিলার সঙ্গে সম্পর্কের জেরেই এই সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শাকিরা।
আরও পড়ুন:Ravi Shastri: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাহুলের নেতৃত্বে ভরসা রাখছেন শাস্ত্রী

















































































































































