সামনেই এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতিতে ব্যস্ত টিম ইন্ডিয়া (India Team)। এএফসি কাপে দুর্দান্ত পারফর্মেন্সের পর এবার এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বেও নিজের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া ( Liston Colaco) লিস্টন কোলাসো।

এদিন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে লিস্টন বলেন, “পরিশ্রম করছি আমার কাজের জন্য। সব থেকে বড় কথা, আমি আমার কেরিয়ার একজন পেশাদার খেলোয়াড় হিসেবে শুরু করেছি, আর এখনও অনেকটা পথ বাকি। জীবনে কখনও নিজেকে সুপারস্টার হিসেবে ভাবিনি। আমার জীবনের মন্ত্র স্পষ্ট – মাথা নীচু করে মাটিতে পা রেখে কঠিন পরিশ্রম করে যেতে হবে। দেশের হয়ে নিজের সেরা পারফরম্যান্স দিতে চাই।”

যে কোনও জায়গা থেকে গোল করতে পারেন। এই নিয়ে লিস্টন বলেন, “এতে কোনও রহস্য নেই। তবে আমি অস্বীকার করব না যে আমি গোল করতে ভালোবাসি। এটাই আমার কাজ। আমি প্রতিটা অনুশীলন পর্বে যাই যে এটিই আমার শেষ। অনুশীলন আপনাকে সেরা তৈরি করে, আর এর জেরে, আমি পরিস্থিতি অনুমান করে মাঠে সেটি নিয়ে কাজ করি। এই প্রক্রিয়া কখনও শেষ হবে না।”
সামনেই এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের ম্যাচ। এই নিয়ে লিস্টন বলেন, “আমরা আশাবাদী নিজেদের সমস্ত ম্যাচ জিতে এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করব। এটাই লক্ষ্য, এবং এটাই আমার ব্যক্তিগত লক্ষ্যও বটে। সমর্থকদের সামনে খেলা, তাও আবার কলকাতায়, আমাদের পক্ষে বড় সুবিধা হবে।”

এই গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে শিবিরের মধ্যে কি পরিবেশ চলছে? এই নিয়ে লিস্টন বলেন, “শিবিরের পরিবেশ যথেষ্ট ইতিবাচক ও আত্মবিশ্বাসী। আমরা একে অপরকে বিশ্বাস করি এবং আগামী তিন ম্যাচে দেশের হয়ে নিজেদের সেরাটা দিতে চাই।”
আরও পড়ুন:Pele: পুতিনকে বিশেষ বার্তা পেলের
















































































































































