এবার আইনি সমস্যায় পড়লেন ভারতের প্রাক্তন অধিনায়কে মহেন্দ্র সিং ধোনি। একটি আর্থিক প্রতারণা মামলায় সিএসকের অধিনায়কয়ের নামে বিহারের বেগুসরাইয়ের থানায় এফআইআর করা হয়েছে। নিউ গ্লোবাল প্রোডিউস ইন্ডিয়া লিমিটেড নামক এক সংস্থার ৩০ লক্ষ টাকার চেক বাউন্স করে। তারপরেই এস কে এন্টারপ্রাইজের তরফে থানায় দায়ের করা হয় এফআইআর।

যে সংস্থার চেক বাউন্স করেছে, সেই সংস্থার হয়ে আসলে প্রমোশন করেছিলেন ধোনি। কিন্তু দুই সংস্থা-নিউ গ্লোবাল প্রডিউস ইন্ডিয়া লিমিটেড ও এসকে এন্টারপ্রাইজের মধ্যে ব্যবসায়িক সংঘাতের জন্যই ধোনিকে জড়িয়ে এই মামলা করা হয়েছে। দুই কোম্পানির ব্যবসায়িক চুক্তিমাফিক এসকে এন্টারপ্রাইজকে ৩০ লক্ষ টাকার চেক দেয়। আর সেই চেক বাউন্স করাতেই বিপত্তি।ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ১২০বি এবং এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। সিজেএমে মামলার প্রথম শুনানি হয়েছে। আগামী ২৮ জুন এই মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন- গ্যাস-হৃদযন্ত্রজনিত সমস্যায় ভুগতেন কেকে, কলকাতায় পা রেখেই অসুস্থতার কথা জানিয়েছিলেন স্ত্রীকেও
 






 
 
 
 
 
 
 
 































































































































