সবকিছু ঠিকঠাক থাকলে জুনের ৩ তারিখে কামারকুন্ডু রেলওয়ে উড়ালপুলের উব্দোধনে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সিঙ্গুরের বাজেমেলিয়া হাসপাতাল ধার পরিদর্শন করে জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। সেখানে হাজির ছিলেন জেলাশাসক দীপাপ্রিয়া পি,সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবী মান্না।

প্রশাসন সূত্রে খবর মুখ্যমন্ত্রী বাজেমেলিয়া থেকেই রিমোটের মাধ্যমে কামারকুন্ডু রেলওয়ে উড়ালপুলের উব্দোধন করবেন। সরকারি কর্মসূচি পালনের পর বাজেমেলিয়া গ্রামে সদ্য তৈরী হওয়া সন্তোষী মায়ের মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে মুখ্যমন্ত্রী ওই দিন কোন সময়ে আসবেন সেই বিষয়ে জেলা প্রশাসন কোন তথ্য দিতে পারেনি। তবে দুর্ঘটনা রোধ ও যাতায়াত ব্যবস্থায় গতি আনতে কামারকুন্ডু স্টেশনের ২২ নম্বর গেট বরাবর সাবওয়ে নির্মানের কাজ শুরু হয়েছে। লেভেল ক্রসিং সম্পূর্ণ ভাবে বন্ধ করে বিকল্প একটি পাঁচ ফুটের রাস্তা থাকবে। ওই রাস্তা দিয়ে লোকজন পায়ে হেঁটে বা সাইকেল নিয়ে যাতায়াত করতে পারবে। গাড়ি চলাচলের জন্য কামারকুন্ডুর রেলওয়ে উড়ালপুল খুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে। এ বিষয়ে রাজ্যের শ্রম মন্ত্রী বেচারাম মান্না বলেন,গোটা জেলা উপকৃত হবে। যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে। আন্ডারপাশ তৈরি হলে সিঙ্গুর,কামারকুন্ডু সহ ১৫ থেকে ২০ টা গ্রামের মানুষ উপকৃত হবে।
আরও পড়ুন- রাষ্ট্রপতি ভবনে ঈগল রহস্য!পাখির গলায় স্যাটেলাইট ট্র্যাকিং যন্ত্র , কেন!








































































































































