জঙ্গলমহল সফরে গিয়ে সোমবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে জেলার বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে এদিন আলোচনা করেন তিনি। আজ, মঙ্গলবার পুরুলিয়াতেই কর্মিসভা করবেন মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে রওনা দেবেন বাঁকুড়ায়। আজ কর্মিসভার বৈঠকে তৃণমূল নেত্রী কর্মীদের উদ্দেশে কী পথনির্দেশ করেন, তা শোনার অপেক্ষায় রয়েছেন সকলেই।



আরও পড়ুন:প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ঐতিহাসিক জামা মসজিদের চূড়া


আজ, মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়ায় প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেজে উঠেছে বাঁকুড়ার রবীন্দ্রভবন। সেখানেই সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তাঁর সভা ঘিরে উদ্দীপনা তুঙ্গে।




এদিকে বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর কর্মিসভার জায়গা ঘিরে প্রথম থেকেই জটিলতা তৈরির চেষ্টা করে বিরোধী নেতাকর্মীরা। যদিও আদালতে মামলাটি খারিজ করে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আগামিকাল, ১জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভা রয়েছে বাঁকুড়ার সতীঘাট অঞ্চলে। পাশেই রয়েছে গন্ধেশ্বরী নদী। সেখানে সভার বৈধতার প্রশ্ন তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলা করা হয়। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য পালটা প্রশ্ন তুলে বলেন, নদীর ধারে অস্থায়ী বাঁশের কাঠামো করলে তা নিয়ে আপত্তি কিসের?

Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































