কর্ণাটকে(Karnataka) ব্যাঙ্গালুরুতে আয়োজিত কৃষক সম্মেলনে ব্যাপক বিশৃঙ্খলা ঘটনা ঘটলো সোমবার। সম্মেলন চলাকালীন ভাঙচুরের পাশাপাশি ভারতীয় কিষান মোর্চার(Kisan morcha) নেতা রাকেশ টিকায়েতের(Rakesh Tikaet) মুখে কালো কালি মাখিয়ে দেওয়া হলো। এই ঘটনায় স্থানীয় বিজেপি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন ওই কৃষক নেতা। ঘটনার জেরে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।
কর্ণাটকের এক কৃষক নেতার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে সোমবার এক বৈঠকের আয়োজন করা হয় বেঙ্গালুরুতে। সেই বৈঠকেই হামলা চালায় একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি হঠাৎই কয়েকজন মিলে কৃষক নেতা রাকেশ টিকাইতের মুখে কালি ছিটিয়ে দেয়। কে বা কারা, কী উদ্দেশে এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। যদিও ঘটনায় তিনজনকে গ্রেপ্তার(Arrest) করেছে পুলিশ।
এদিকে এই ঘটনায় রাকেশ টিকিটের অভিযোগ, “সম্মেলনের আগাম অনুমতি নেওয়া থাকলেও রাজ্য বিজেপি সরকারের তরফে এখানে কোনওরকম পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। রাজ্য সরকারের যোগসাজশেই ঘটানো হয়েছে গোটা ঘটনা। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করার পাশাপাশি তদন্ত শুরু করেছে কর্ণাটক পুলিশ।
আরও পড়ুন- ত্রিপুরার মুখ্যমন্ত্রী বদলের রহস্য জানাক বিজেপি, আগরতলায় মহামিছিল থেকে দাবি কুণালের