মেট্রো স্টেশনের(Metro Station) বাণিজ্যিকীকরণ নতুন কোনও ঘটনা নয়। ইতিমধ্যেই বেশ কিছু মেট্রো স্টেশনের নামের সঙ্গে জুড়েছে বেসরকারী(Private) সংস্থার নাম। সেই রেশ টেনেই উদ্বোধনের( Inauguration )আগেই বেসরকারি সংস্থার মাধ্যমে শিয়ালদহ স্টেশনেরও ব্র্যান্ডিং(Branding) করার সিদ্ধান্তে রেল। জানা যাচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশনের নামের আগে বসবে কোনও কর্পোরেট সংস্থার নাম। থাকবে তাদের কিয়স্ক। এই ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যাঙ্ক, বিমা সংস্থা, হেলথ কেয়ার সংস্থাকে নামের স্বত্বাধিকার দিতে চায় রেল। এছাড়াও নামের স্বত্বাধিকার দেওয়া হবে এসপ্ল্যানেড, সেন্ট্রাল পার্ক,দমদম, নোয়াপাড়া ও সল্টলেক স্টেডিয়ামকে।এই নিয়ে টেন্ডারও প্রকাশিত হয়েছে।

সংস্থার নাম চূড়ান্ত হলে শিয়ালদহ নামের সঙ্গে যুক্ত হবে সেই সংস্থার নাম। যেখানেই শিয়ালদহ নাম লেখা থাকবে, সেখানেই ব্যবহৃত হবে সংস্থার নাম। ব্যবহার করা যাবে সংস্থার লোগোও। প্রতিটি দরজায় থাকবে নাম ও লোগো। এমনকি স্টেশন এলাকার মধ্যেই ১৫০০ বর্গফুট এলাকা সংশ্লিষ্ট সংস্থা নিজেদের বিপণনের জন্য ব্যবহার করতে পারবে। রাখতে পারবে কিয়স্ক ও অন্যান্য ব্র্যান্ডিংয়ের সামগ্রী।

চলতি বছরের ২৫ মার্চ কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র পেয়ে গিয়েছিল তাও শিয়ালদহ স্টেশন চালু করা যায়নি। নিয়মানুযায়ী, অনুমতি পাওয়ার তিনমাসের মধ্যে চালু করতেই হবে শিয়ালদহ মেট্রো। তবে তার আগেই এই গুরুত্বপূর্ণ কাজ সেরে নিতে চায় কলকাতা মেট্রো।
আরও পড়ুন- কলকাতাবাসীর জন্য সুখবর ! মেট্রো থেকে নেমেই ভিক্টোরিয়া দর্শন






































































































































