খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। রাশ টানতে গম (Wheat) রফতানি বন্ধ রেখেছে কেন্দ্রে। রাশ টানা হয়েছে চিনি (Sugar) রফতানির ক্ষেত্রেও। এবার কি চালের (Rice) ক্ষেত্রেও একই নিয়ম চালু হচ্ছে। গুজব ছড়ানো পর চলছে চর্চা। তবে, কেন্দ্রীয় সরকারি সূত্রে খবর, এখনই এরকম কোনও পরিকল্পনা নেই।

রফতানিতে রাশ টানলেও সেই তালিকা থেকে বাসমতী চালকে বাদ দেওয়া হবে বলে অনুমান। চলতি বছরে ৬.১১ বিলিয়ন মূল্যের নন-বাসমতি চাল রফতানি করা হয়েছে। কৃষিপণ্যের মধ্যে শীর্ষ বৈদেশিক মুদ্রা আয়কারী চাল।

তবে, এক উচ্চপদস্থ আধিকারিককে উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, দেশে যথেষ্ট পরিমাণে চাল মজুত রয়েছে। ফলে চাল রফতানি বন্ধ করার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। ‘অল ইন্ডিয়া রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর সভাপতি বি ভি কৃষ্ণ রাও-এর কথায় চাল ও ধান মজুত রয়েছে মোট ৬৬.২২ মিলিয়ন টন। যা টার্গেট ১৩.৫৮ মিলিয়ন টনের থেকে অনেক বেশি। সুতরাং চাল রফতানির বন্ধের প্রয়োজনীয়তা নেই।
আরও পড়ুন:Aryan Khan drug case:মাদক কান্ডে বেকসুর খালাস শাহরুখ পুত্র


















































































































































