বুধবার ইডেনে (Eden) আইপিএলের ( IPL) এলিমিনেটর ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। আর এই পেছনে রয়েছেন আরসিবি ক্রিকেটার রজত পতিদার (Rajat Patidar)। আরসিবির হয়ে দুরন্ত ইনিংস খেলেন তিনি। ৫৪ বলে ১১২ রানে অপরাজিত থাকেন পতিদার। আর এই পতিদারের খেলায় মজেছেন আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলের হয়ে রজতের সাক্ষাৎকার নিতে নিতে রজতের প্রশংসায় মাতলেন তিনি।

রজতের দুরন্ত ইনিংস নিয়ে বিরাট বলেন,”রজত পতিদারের নাম আপনি ভবিষ্যতে আরও বহুবার শুনতে পাবেন। ও সাজঘরে ফেরার পরে ওকে বলেছিলাম, আমি এত বছর ধরে চাপের মধ্যে অনেক ভাল ইনিংস দেখেছি। কিন্তু ওর মতো ইনিংস কাউকে খেলতে দেখিনি। এত বড় ম্যাচে এই শতরান সত্যিই প্রশংসার যোগ্য।”
আরও পড়ুন:Eden: বিরাটদের ম্যাচ চলাকালীন ইডেনে বেটিং, গ্রেফতার ৫ : সূত্র



















































































































































