পল্লবী দে-র অস্বাভাবিক মৃত্যুর পরে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট (Social Media Post) করেছিলেন, “মেনে নিতে পারলাম না”। ঘটনার ১০ দিনের মধ্যেই নাগেরবাজারের (Nagerbazar) রামগড় কলোনির ফ্ল্যাট থেকে উদ্ধার হল সেই অভিনেত্রী বিদিশা দে মজুমদারের (Bidisha Dey Majumder) ঝুলন্ত দেহ। বিদিশার দেহ ময়নাতদন্তের জন্য সাগর দত্ত মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে।

পল্লবীর রহস্যমৃত্যুর পর ফেসবুকে তা নিয়ে পোস্ট করেছিলেন বিদিশা। পল্লবীর ছবি শেয়ার করে লিখেছিলেন, “মানে কী এ সব”। “মেনে নিতে পারলাম না”। বুধবার, নাগেরবাজারের ফ্ল্যাট থেকে সেই মডেল-অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিশ সূত্রে খবর, দেহটি গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গিয়েছে। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। মিলেছে একটি সুইসাইড নোটও। তবে, এটি আত্মহত্যা না মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন- সিবিআই দফতরে নথি জমা অনুব্রতর, ফের তলব শুক্রবার







































































































































