পরপর দু’দুটো সাফল্য। এভারেস্টের পর এবার লোৎসে শৃঙ্গ জয় করে নজির গড়লেন বঙ্গতনয়া। মঙ্গলবার সন্ধে ৭টা ২৩ মিনিটে পিয়ালির লোৎসে জয়ের খবর পৌঁছয় তাঁর বোনের কাছে। এই খবর পেতেই উচ্ছ্বাসিত পর্বতারোহী পিয়ালী বসাকের পরিবার।


আরও পড়ুন:শিশুকন্যার নাম বদল! স্ত্রীকে ডিভোর্স দিতে চান মেয়ের বাবা







বিনা অক্সিজেনে কদিন আগেই বিশ্বের সর্বোচ্চ শিখর এভারেস্ট জয় করেন চনন্দনগরের কাঁটাপুকুরের বাসিন্দা পিয়ালি। সেই জয়ের পর বেস ক্যাম্পে নেমে এসে অপেক্ষা করছিলেন পরবর্তী অভিযানের জন্য । লোৎসার যাত্রাপথ খুব একটা সহজ নয়। এর আগে হিমশীতল বরফের চাদরে ঢাকা লোৎসে জয় করতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন বাংলার এক পর্বতারোহী ছন্দে গায়েন।
এভারেস্ট জয়ের পর আবহাওয়া খানিকটা ভালো হতেই সাহস করে বেরিয়ে পড়েন পিয়ালী। লক্ষ্য ছিল, লোৎসে শৃঙ্গের উপর ভারতের জাতীয় পতাকা উড়িয়ে দেওয়া। তাতেও সফল হন তিনি। মঙ্গলবার রাতে পায়োনিয়ার এজেন্সি থেকে ফোন করে পিয়ালীর দ্বিতীয় জয়ের খবর জানানো হয়।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.







































































































































