দেড়মাস পর বোলপুরের বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল। অসুস্থতার জন্য পুরোটাই বিশ্রামে রয়েছেন তিনি। কিন্তু বাড়ি ঢুকতে না ঢুকতেই ভোট পরবর্তী হিংসা মামলায় ফের মঙ্গলবার সিবিআই দফতরে তলব করা হয় তাঁকে। কিন্তু মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দিলেন তাঁর আইনজীবী। এমনকী গরু পাচার মামলাতেও আপাতত সিবিআই আধিকারিকদের সামনে হাজিরা দেবেন না তিনি।
আরও পড়ুন:ভারী বৃষ্টির সতর্কতা জারি, স্থগিত রাখা হল কেদারনাথ যাত্রা

অনুব্রতর আইনজীবী সঞ্জীব দাঁ জানান,
মঙ্গলবার বেলা ১টা নাগাদ তিনি নিজাম প্যালেসে সিবিআই দফতরে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আসবেন। তিনি জানান, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে এই মামলার তদন্তে সবরকম সহযোগিতা করবেন অনুব্রত।কিন্তু অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে আপাতত বোলপুরেই থাকবেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি ।



গত বৃহস্পতিবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হন অনুব্রত । দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তদন্তকারীদের সবরকম সহযোগিতা করেন তিনি। এরপর গত শুক্রবার দেড় মাস পর বোলপুরের বাড়িতে ফেরেন তিনি। আপাতত বিশ্রামেই থাকবেন তিনি।



































































































































