আগামীকাল থেকে ইডেনে ( Eden) শুরু হতে চলেছে আইপিএলের (IPL) প্লে-অফের ম্যাচ। আইপিএলের দুটি প্লে-অফ হতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে। প্রায় দু’বছর পর ইডেনে ফিরছে আইপিএলের ম্যাচ। তারজন্য সাজসাজরব ইডেনে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আইপিএলের ম্যাচ দেখতে যাওয়া দর্শকদের জন্য বিশেষ সুবিধা আনল রেল কর্তৃপক্ষ। দর্শকদের সুবিধার্থে ইডেনে ম্যাচের দু’দিন গভীর রাতে একজোড়া বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। অপরদিকে একই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলও। ম্যাচ দেখে ফেরা দর্শকদের সুবিধার্থে ওই দু’দিন দু’টি করে অতিরিক্ত লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল। সোমবার এমনটাই জানিয়েছে মেট্রো এবং পূর্ব রেল কর্তৃপক্ষ।

এদিন মেট্রোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী মঙ্গলবার এবং বুধবার রাত ১২টার সময় দু’টি মেট্রো ছাড়া হবে এসপ্ল্যানেড থেকে। একটি যাবে দক্ষিণেশ্বর দাকে। পৌঁছবে রাত ১২টা ৩৩ মিনিটে। অন্য মেট্রোটি যাবে কবি সুভাষের দিকে।

অপরদিকে পূর্ব রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানান হয়েছে,” ইডেন ফেরত দর্শকদের সুবিধার্থে মঙ্গলবার এবং বুধবার দু’টি লোকাল ট্রেন ছাড়া হবে প্রিন্সেপ ঘাট ও বিবাদী বাগ স্টেশন থেকে। প্রিন্সেপ ঘাট থেকে একটি ট্রেন যাবে বারাসতের দিকে। ১১টা ৫০ মিনিটে ছেড়ে রাত ১টায় সেই ট্রেনটি বারাসত পৌঁছবে। অপরদিকে বিবাদি বাগ থেকে অন্য ট্রেনটি যাবে বারুইপুরের দিকে।
এদিকে এদিও সিএবিতে এসে প্রস্তুতি দেখে গেলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘুরে দেখলেন মাঠ।


আরও পড়ুন:Dinesh Karthik: ভারতীয় দলে প্রত্যাবর্তন কার্তিকের, দলে ফিরে আবেগঘন বার্তা ডিকের


















































































































































