শনিবার বিকেলে দক্ষিনবঙ্গে আছড়ে পড়ে ঝড়-বৃষ্টি। ঝড়-বৃষ্টিতে তছনছ শহর কলকাতা। ২৪ এবং ২৫ তারিখ আইপিএলের ( IPL) প্লে-অফের ম্যাচ। তাই প্রবল বৃষ্টি কমতেই ইডেন গার্ডেন্সে উপস্থিত বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শনিবার সন্ধ্যে ইডেনে আসেন মহারাজ।খতিয়ে দেখেন আইপিএলের দু’টি প্লে-অফ ম্যাচের প্রস্তুতি।

পূর্বভাস আগেই ছিল। সেইমত তৈরি ছিল ক্রিকেটের নন্দনকানন। ঝড়বৃষ্টির কথা মাথায় রেখে আগে থেকেই ইডেনের মাঠ সম্পূর্ণ ঢেকে রাখেন সিএবি কর্তারা। কিন্তু ঝড়বৃষ্টির দাপটে মাঠের কিছু অংশের কভার ভেঙে যায়। ভাঙে প্রেসবক্সের কাঁচও। তবে উইকেটের অবশ্য কোনও ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে। সন্ধ্যায় ইডেনে এসে ইডেনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন বিসিসিআই প্রেসিডেন্ট। মাঠ পরিদর্শন করার পর সৌরভ গঙ্গোপাধ্যায় দীর্ঘক্ষণ কথা বলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গেও।

এদিকে বিকেলে মাঠের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আসেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ইডেনের চারপাশ ঘুরে দেখেন তিনি।
আরও পড়ুন:RCB: মুম্বইকে খোলা চিঠি আরসিবির, লেখা হল ‘লাল পরিবর্তন হচ্ছে নীলে’


















































































































































