RCB: মুম্বইকে খোলা চিঠি আরসিবির, লেখা হল ‘লাল পরিবর্তন হচ্ছে নীলে’

0
4

শনিবার আইপিএলের ( IPL) শেষ ম‍্যাচে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্রতিপক্ষ দিল্লি ক‍্যাপিটালস (Delhi Capitals)। চলতি আইপিএলের প্লে-অফ পর্বের তিনটি দল নিশ্চিত হয়ে গিয়েছে। চতুর্থ স্থানের জন্য লড়াই চলছে দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ‍্যে। শনিবার দিল্লির সঙ্গে খেলা মুম্বই ইন্ডিয়ান্সের। প্লে-অফ পর্বে যেতে বিরাট কোহলিদের ভরসা রোহিত শর্মারাই। মুম্বই ঋষভ পন্থদের হারালেই প্লে-অফে চতুর্থ দল হিসাবে জায়গা পাকা করে নেবে আরসিবি। তাই শনিবার আরসিবি তাকিয়ে মুম্বইয়ের দিকে। দিল্লি-মুম্বই ম্যাচের আগে রোহিতদেরই সমর্থন করছেন কোহলিরা। লিখলেন খোলা একটি চিঠি।

এদিন আরসিবি সরাসরি মুম্বইকে সমর্থন করে টুইট করে লিখেছে, “লাল পরিবর্তন হচ্ছে নীলে। আমরা আজ এক পরিবার। আশা করি মুম্বই ইন্ডিয়ান্স দুরন্ত পারফরম্যান্স করে আইপিএল অভিযান শেষ করবে।”

আরও পড়ুন:Archery World Cup: তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালে সোনা জয় ভারতের