বিরাট কোহলির ( Virat Kohli)থেকেও ভারতের সফল অধিনায়ক হিসাবে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেই ( Sourav Ganguly) এগিয়ে রাখলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag)। একটি অনুষ্ঠানে এসে বীরু বলেন, পরিসংখ্যানের দিক দিয়ে যতই অধিনায়ক হিসেবে কোহলি এগিয়ে থাকুন না কেন, নতুন ক্রিকেটার তুলে আনার ব্যাপারে সৌরভ গঙ্গোপাধ্যায়ই এগিয়ে থাকবেন।

এক সাক্ষাৎকারে সেহবাগ বলেন,” সৌরভ একটা নতুন দল গড়েছিল। নতুন ছেলেদের তুলে এনেছিল। আর ওদের ক্রিকেট জীবনের ওঠা-পড়ায় সব সময় পাশে ছিল। আমার সন্দেহ আছে, কোহলি সেই কাজটা করেছিল কি না। আমার কাছে সেরা অধিনায়ক হল সে, যে একটা দল তৈরি করবে। আর সতীর্থ ক্রিকেটারদের আত্মবিশ্বাস জোগাবে। কোহলি কারও কারও ক্ষেত্রে সেটা করেছে। আবার কারও কারও ক্ষেত্রে সেটা করেনি। তাই আমি সৌরভকেই এগিয়ে রাখব।”
অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে টেস্টে ২১টি জয়, ১৫টি ড্র এবং ১৩টি ম্যাচ হারতে হয়েছিল। জয়ের শতাংশ হল ৪২.৮৫। অন্য দিকে অধিনায়ক কোহলির জয়ের শতাংশ হল ৫৮.৮২। কিন্তু সৌরভের নেতৃত্বে অনেক তারকা ক্রিকেটার উঠে আসেন। সেহবাগ তো বটেই, এছাড়াও জাহির খান, হরভজন সিং, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, ইরফান পাঠানদের মতন ক্রিকেটারদের দেরও উত্থান ঘটেছিল।
আরও পড়ুন:Sourav Ganguly: ঠিকানা বদলাচ্ছেন মহারাজ, বেহালার বাড়ি ছেড়ে যাচ্ছেন এই নতুন ঠিকানায়


















































































































































