চাঁদনি চকে অগ্নিকান্ড, পুড়ে ছাই ৪ টি দোকান

0
2

ফের শহরে অগ্নিকাণ্ড! ভোররাতে আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে কলকাতার চাঁদনি চকে কাপড়ের দোকানে। আগুনে পুড়ে ভস্মীভূত চারটি দোকান। শেষ পাওয়া খবরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এখনও ধিক ধিক করে জ্বলছে আগুন। তবে ঠিক কারণে আগুন লাগে তা জানা যায়নি।


এরও পড়ুন:৬ হাজারের উপরে শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি, ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের নির্দেশ


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত তিনটে নাাগাদ তাঁরা আগুন লাগতে দেখেন একটি দোকানে। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের দোকানে। আগুনের লাগার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন।খবর পেতেই ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়।আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার চেষ্টা চালান দমকলবাহিনী ।




অগ্নিকাণ্ডের ঘটনায় পাশের কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই দোকান ঘরগুলির ওপরের ফ্ল্যাট থেকে সরানো হয় বাসিন্দাদের। এলাকা ঘিঞ্জি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।