চিরকূট দিয়ে চাকরি পাওয়া যেত: বাম আমলের চাকরি-দুর্নীতি নিয়ে ধুয়ে দিলেন মমতা

0
4

SSC নিয়োগ মামলা নিয়ে যখন তোলপাড় রাজ্য-রাজনীতি, তখনই চাকরি দুনীর্তি নিয়ে বিগত বাম-আমলের চাকরি-দুর্নীতি নিয়ে ধুয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঝাড়গ্রামের (Jhargram) কর্মিসভা তৃণমূল (TMC) সুপ্রিমো বলেন, ”৩৪ বছরে, সিপিএম আমলে চিরকুট দিয়ে চাকরি পাওয়া যেত। বদলি হত। সিপিএমের (CPM) ৩৪ বছরে অনেক খোঁজ নিয়েছি। আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করব। এতদিন ভদ্রতার খাতিরে কিছু করিনি।”

SSC নিয়োগ মামলায় নাম জড়িয়েছে রাজ্যের একাধিক মন্ত্রীর। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আক্রমণ করেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ঝাড়গ্রামে (Jhargram) দলীয় সভায় পাল্টা তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো। এদিন তিনি বলেন, “বড় বড় কথা বলছে। আগে তো চিরকূট দিয়ে চাকরি করত। একটা চিরকুট দিয়ে চাকরি করত, ট্রান্সফার করত। সিপিএমের ৩৪ বছর আমি অনেক খোঁজ নিয়েছি। আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করব। করিনি ভদ্রতা করেছি। কাজ করতে গেলে কেউ ভুল করলে সংশোধন করার সুযোগ দেওয়া উচিত। আইন আইনের মতো কাজ করা উচিত।“