ফের দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বাড়িতে হানা দিল সিবিআই। সূত্রের খবর, পি চিদাম্বরমের পুত্র কার্তি চিদাম্বরমের সংস্থার বিরুদ্ধে বৈদশিক লেনদেনে দুর্নীতির অভিযোগের মামলার প্রেক্ষিতেই এই সিবিআই রেড বলে জানা গিয়েছে।তার প্রেক্ষিতেই মঙ্গলবার সকাল থেকে চিদম্বরমের মুম্বই, চেন্নাই এবং তামিলনাড়ুর বাড়ি এবং অফিসে যায় সিবিআই। দেশের মোট ৯টি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


আরও পড়ুন:পল্লবীর লিভ-ইন-পার্টনার সাগ্নিককে রাতভর জিজ্ঞাসাবাদ পুলিশের, একাধিক অভিযোগ দায়ের



সিবিআই সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন পাঞ্জাবের একটি প্রকল্পে বিদেশী নাগরিককে বেআইনিভাবে ভিসার সুবিধে দেওয়ার জন্য অবৈধভাবে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র কার্তি চিদাম্বরম। এছাড়াও ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু করেছে CBI।




মঙ্গলবার সকাল থেকেই চিদাম্বরমের মুম্বই, চেন্নাই এবং তামিলনাড়ুর বাড়ি এবং অফিসে যায় সিবিআই।এছাড়াও কার্তি চিদাম্বরমের সংস্থার মুম্বই, চেন্নাই, ওড়িশা, পাঞ্জাব এবং কর্ণাটকের বিভিন্ন দফতর ও তাঁর বাড়িতে তল্লাশি চালায় CBI।

Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































