প্রথমবার টমাস কাপ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছেন লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্তরা। এবার বধিরদের অলিম্পিকেও ব্যাডমিন্টন থেকে সোনা জিতে দেশকে গর্বিত করলেন শ্রেয়া সিংলা। ১৭ বছরের শ্রেয়া পাঞ্জাবের প্রথম খেলোয়াড় হিসেবে এই নজির গড়েছেন। প্রসঙ্গত, ব্যাডমিন্টনের দলগত বিভাগে জাপানকে হারিয়ে সোনা জিতেছে ভারত। সেই দলের অন্যতম সদস্য ছিলেন শ্রেয়া। সোনা জয়ের পর তাঁর প্রতিক্রিয়া, ‘‘এটা আমার প্রথম অলিম্পিক (বধিরদের)। সাফল্য পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিলাম। অনেক কঠিন সমস্যার সম্মুখীন হলেও, হাল ছাড়িনি। সেই সময় বাবা-মা পাশে ছিলেন। এই সাফল্যের জন্য ওঁদের এবং কোচকে ধন্যবাদ জানাতে চাই।’’
আরও পড়ুন- এই সাফল্য ভারতীয় ব্যাডমিন্টনের ইতিহাসে সোনার হরফে লেখা থাকবে, লক্ষ্যদের সাফল্যে গর্বিত প্রকাশ