কঙ্গনা রানাউত(Kangna Ranaut) অভিনীত ‘ধাকড়'(Dhaakad) ছবির পোস্ট তুলে নেওয়া প্রসঙ্গে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)জানালেন, তাঁকে সরকারি নির্দেশিকা মেনেই পোস্ট দিতে হয়। তাঁর প্রোফাইলে সর্বদা নজরদারি রয়েছে।

‘ধাকড়’-এর প্রথম ঝলক হিসেবে একটি গানের ভিডিয়ো কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে। অমিতাভ বচ্চনই প্রথম, যিনি সবার আগে ভিডিয়োটি পোস্ট করেছিলেন। শুভেচ্ছার বার্তা ছিল জানান। কিন্তু মিনিট দশেকের মধ্যেই সেই পোস্ট মুছে ফেলেন বিগ বি। সেই নিয়েই শুরু হয় জল্পনা।
অমিতাভ বচ্চন তাঁর নিজের ব্লগেই সেই রহস্যের পর্দা খানিকটা উন্মোচন করলেন। কঙ্গনার ছবির ভিডিয়ো মুছে ফেলা নিয়ে সরাসরি না বললেও এটুকু বুঝিয়ে দিলেন কথার মাধ্যমে যে, তাঁর প্রোফাইল প্রতিমূহুর্তে সরকারের নজরদারিতে রয়েছে। সরকারের তরফে তাঁকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অমিতাভ ব্লগের পোস্টে তিনি বলেছেন এই মূহুর্তে সরকারি নির্দেশিকা অনুযায়ী বিধিনিষেধ খুব কঠোর এবং তাঁর পোস্টে সরকার নোটিস ধরিয়েছে।তাঁর সঙ্গে চুক্তিবদ্ধ কাজ ছাড়া আর কোনও কাজের পোস্ট শেয়ার করা যাবেনা। সেই সঙ্গে উদ্যোগপতি বা বিনিয়োগকারী সংস্থার নাম উল্লেখ করতে হবে।
আরও পড়ুন- IMDB রেটিংয়ে শীর্ষে ‘অপরাজিত’, পিছনে ফেলল বলিউড-দক্ষিণী ছবিকেও






































































































































