উত্তরপ্রদেশের বারাণসীর জ্ঞানবাপী মসজিদের (Gyanvapi Mosque) জলাশয়ে শিবলিঙ্গের খোঁজ মিলল। টানা তিন দিন ধরে ভিডিওগ্রাফি করার পর অবশেষে জলাশয়ের নিচে একটি শিবলিঙ্গের সন্ধান মিলেছে। সুপ্রিমকোর্টে এই তথ্য জানাতেই আদালত সঙ্গে সঙ্গে জলাশয় চত্ত্বরটি সিল করে দেওয়ার দিয়েছে। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে জ্ঞানবাপী মসজিদ নিয়ে আবেদনের শুনানি রয়েছে। আদালতের নির্দেশ মেনে এবং পুরোপুরি কোর্টের নজরদারিতে জ্ঞানবাপী মসজিদে তিনদিন ধরে ভিডিওগ্রাফি চলে।

জলাশয়ের পুরো জল খালি করে দিয়ে তারপর ভিডিওগ্রাফি করা হয় । সেই ভিডিওগ্রাফিতেই দেখা গিয়েছে যে মসজিদের ভিতরের একটি জলাশয়ে যেখানে ইসলাম ধর্মাবলম্বীরা ওজু করতেন, সেখানে একটি শিবলিঙ্গ রয়েছে। শিবলিঙ্গটির উচ্চতা ১২ ফুট, ব্যাস ৮ ইঞ্চি। শিবলিঙ্গের খোঁজ মেলা মাত্রই জনৈক আইনজীবী আদালতে জানিয়েছেন। তারপরই আদালত দ্রুত সিদ্ধান্ত নিয়ে ওই জলাশয় চত্বরটি সিল করে দেয়। আগামী মঙ্গলবার সুপ্রিমকোর্টে এ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। সেদিন আদালত কী নির্দেশ দেয় তারই অপেক্ষায় সকলে।


































































































































