‘বিজেপিকে(BJP) হারাতে হলে লড়তে হবে কংগ্রেসকে, কোনও আঞ্চলিক দল নয়’। সম্প্রতি রাজস্থানে সম্পন্ন হওয়া ৩ দিনের চিন্তন শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। রাহুলের এহেন বক্তব্যেরই পাল্টা তোপ দাগল তৃণমূল(TMC)। সোমবার তৃণমূল মুখপত্র জাগো বাংলার(Jago Bangla) সম্পাদকীয়তে কংগ্রেসকে তুলোধনা করা লেখা হল, “কংগ্রেসই যে বিজেপির আসল বিরোধী, সেটা এখন আর মানুষ বিশ্বাস করেন না। মানুষ নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝেছে, মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এখন বিরোধী মুখ। রাজ্যে রাজ্যে কংগ্রেস কার্যত অপাংক্তেয়।” পাশাপাশি রাহুলের বক্তব্যের পাল্টা লেখা হয়েছে, কংগ্রেস সাংসদের এহেন মন্তব্য তৃণমূল বা আঞ্চলিক দলগুলিকেই ছোট করা নয়, কংগ্রেসের জন্যও বেশ বিড়ম্বনার।
‘চিন্তনের চিন্তা’ শীর্ষক প্রতিবেদনে জাগো বাংলার সম্পাদকীয়তে লেখা হয়েছে, “নিজের ঘরই বিধ্বস্ত, আর সে কি না অন্যের ঘরে উঁকি দিয়ে দেখার চেষ্টা করছে, অন্যের ভুল ধরার ফন্দি খুঁজছে। উদ্দেশ্য একটাই, নিজের দোষ ঢেকে অন্যকে দোষী করে তোলা। যে কাজটা কংগ্রেসের তথাকথিত চিন্তন শিবিরে বহু চিন্তা করে সোনিয়াপুত্র রাহুল গান্ধী সুচারু ভঙ্গিতে করার চেষ্টা করছেন।” পাশাপাশি কংগ্রেসের বর্তমান অবস্থা কেমন, তা বিশদে তুলে ধরে রাহুল গান্ধীর বক্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এই প্রতিবেদনে।
আরও পড়ুন:তদন্ত নিয়ে নিহত বিজেপি কর্মীর দাদা প্রশ্ন তুলতেই বিধায়ক পরেশ পালকে CBI তলব
উল্লেখ্য, রাজস্থানের উদয়পুরে কংগ্রেসের ৩ দিনের চিন্তন বৈঠক শেষ হয় গত রবিবার। শেষ দিনের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী স্বিকার করে নেন, কংগ্রেস জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি তিনি এটাও জানান, বিজেপিকে হারাতে পারে একমাত্র কংগ্রেস, কোনও আঞ্চলিক দল নয়। বিজেপির বিরুদ্ধে লড়াইটা আদর্শের। আঞ্চলিক দলগুলির সেই আদর্শ নেই। ফলে দিল্লির মসনদ থেকে বিজেপিকে সরাতে গেলে কংগ্রেসকে লড়াই করতে হবে। যদিও সম্প্রতি প্রশান্ত কিশোর জানিয়ে ছিলেন, ২০২৪ লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলের সঙ্গে জোট করে লড়াই করা উচিত। তবে রাহুল যে প্রশান্ত কিশোরের বক্তব্যের সঙ্গে একমত নন তা তাঁর বক্তব্যেই স্পষ্ট।